ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

নড়াইলে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২৬, ৩০ অক্টোবর ২০২৪ | আপডেট: ১০:৩১, ৩০ অক্টোবর ২০২৪

নড়াইলের তুলারামপুর এলাকায় চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসেন নড়াইল সদর থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল ও নুরনবী। অন্য একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, তুলারামপুর গ্রামের হান্নান তরফদার বাড়িতে হানা দেয় ওই তিন ব্যক্তি। এসময় বাড়িতে কুকুর ডেকে ওঠলে হান্নান তরফদারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ওই তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে গণপিটুনি দেয় বিক্ষুদ্ধ জনতা। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি