ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাতভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যৌথবাহিনীর অভিযান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ২ নভেম্বর ২০২৪ | আপডেট: ১০:৩৩, ২ নভেম্বর ২০২৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের পোড়াবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

যান চলাচলে শৃঙ্খলা আনতে শুক্রবার রাত ১০ ঘটিকা থেকে গভীর রাত পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। 

যৌথবাহিনীর অভিযানে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

অভিযানে অনেক যানবাহনের কাগজপত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে। এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এই তল্লাশি অভিযানের উদ্দেশ্য মহাসড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষা করা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি