ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নাফনদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ৬ নভেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে যাওয়া ১৫টি নৌকাসহ ২০ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ওই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

তিনি জানান, ২টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১৩ টি ইঞ্জিনবিহীন ডিংগি নৌকাযোগে মোহনায় মাছ ধরার সময় ২০ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি নৌকায় এক এবং দুই জন মিলে ছোট্ট জাল নিয়ে মাছ ধরছিল এসব জেলেরা। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে যায়।  

এদের সকলের বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীরদ্বীপের জালিয়াপাড়ার। 

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মো. হাসিম (৩০), মো. হোছেন (২০), মহি উদ্দিন (২২), এনায়েত উল্লাহ (৩২), আব্দুল শুক্কুর (৩৫), নুর হাফেজ (২২), মো. ইয়াছিন (৩০), আবদু রহিম (২৪), হাসান আলি (৩৩), ওসমান গনি (৩০), শাহ আলম (২২), আসমত উল্লাহ (২০), আব্দুল শুক্কুর (২৬), আবুল হোছেন (১৭), আয়ুব খান (৩০), নুর হোছন (২২), মো. বেলাল (১৮), সলিম (২৭), আবদুল কাদের (২২) এবং ইন্নামিন (৩৫)। তারা সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সহ লোকজন জানিয়েছেন। তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি