ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অসুস্থ হয়ে ৭ স্কুলছাত্রী হাসপাতালে ভ‌র্তি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীর কালুখালী উপ‌জেলার এক‌টি বিদ‌্যাল‌য়ের সাত ছাত্রী খাদ্য বিষক্রিয়ায় একযোগে অসুস্থ‌্য  হয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে। 

বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

অসুস্থ শিক্ষার্থীরা হলো- প্রীতি, সুরভি, অন্তরা, তিশা, হিয়া, রাফিয়া ও আঁখি। এদের মধ্যে প্রথম পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে  এবং রা‌ফিয়া আখি‌কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাদের বাড়ি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা সকলেই স্থানীয় দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। 

বুধবার তাদের সহপাঠি স্নিগ্ধার জন্মদিন ছিল। টিফিনের সময় জন্মদিনের দাওয়াত খেতে স্নিগ্ধার বাড়িতে যায় তারা ১৩ জন বান্ধবী। সেখানে তারা ইলিশ ও খিচুরি খেয়েছিল। স্কুলে ফেরার পথে স্থানীয় একটি দোকান থেকে তারা সবাই কেক কিনে খায়। 

স্কুলে ফিরে কমনরুমে বসার কিছুক্ষণ পর থেকে মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়। আস্তে আস্তে তারা সাতজন অসুস্থ হয়ে পড়ে। পড়ে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া আক্তার জানান, খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে। দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুর রেফার্ড করা হয়েছে। বাকী পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা এখন আশঙ্কামুক্ত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি