ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে বীজের গুদামে আগুন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮, ৯ নভেম্বর ২০২৪

জয়পুরহাট শহরের মুসলিমনগর এলাকায় রায়হান বীজ ভাণ্ডারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টাব্যাপী কাজ করেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ১৬ জন সদস্য।

স্থানীয় বাসিন্দা  মাহিরুল ইসলাম বলেন, রাত ৯টা ৫০ মিনিটের দিকে দূর থেকে রায়হান বীজ ভাণ্ডারের গুদামের উপর দিয়ে আগুন দেখা যাচ্ছিল। পরে বীজ ভাণ্ডারের গুদাম মালিককে কল করে বিষয়টি জানাই। এরপর তারা আসেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও আসেন। 

রায়হান বীজ ভাণ্ডারের স্বত্বাধিকারী বেলাল শেখ বলেন, গুদামের ভিতরে সব ধরনের সবজির বীজ ছিল। লেভেলগুলো পুড়ে গেছে। এখন বীজ কি পরিমাণ বীজ পুড়ে গেছে তা বলা যাচ্ছে না। তাই এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। আর আগুন কিভাবে লাগল তাও বলা যাচ্ছে না। 

ধারণা করা হচ্ছে, শত্রুতামূলক কেউই এই আগুন লাগিয়ে থাকতে পারে। প্রায় ৪ আগেও একবার এই গুদামে আগুন লেগেছিল। সেবার প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছিল বলে জানান বেলাল শেখ।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা রাত ১০টা ৫ মিনিটের দিকে এখানে আসি। ভেতরে অনেক বীজ ছিল। গুদামের দরজা একটা হওয়ায় ধোঁয়া বের হচ্ছিল না। এজন্য আগুন নেভাতে কষ্ট হয়েছে। 

কি কারণে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। কি পরিমাণ বীজ ছিল সেটি মালিক পক্ষ জানায়নি। সেটিও তদন্ত সাপেক্ষ বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিস এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি