ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

টানা ৫৩ ঘণ্টা পর সড়ক ছাড়ল পোশাক শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ১১ নভেম্বর ২০২৪

বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে টিএনজেড কারখানার শ্রমিকেরা গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেকে অবরোধ তুলে নিয়েছে। এরমধ্য দিয়ে ৫৩ ঘন্টা পর এই মহাসড়কে যানবাহন চলাচল  স্বাভাবিক হয়।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে টিএনজেড গ্রুপের আন্দোলনকারী শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া।

আজ দুপুরে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ কথা বলেন শ্রমিকদের সাথে। এ সময় তাদের সাথে শ্রম সচিব ফোনে কথা বলেন। তিনি আগামী রোববারের মধ্যে ৬ কোটি টাকার ব্যবস্থা করার আশ্বাস দেন। 

শ্রমিকদের ৫ সদস্য কমিটি নিয়ে ইউএনও’র নেতৃত্বে সচিব অফিসে যাবেন। অবশিষ্ট পাওনা ব্যাপারে ওখানে একটা সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে শিল্প পুলিশ। 

বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা শনিবার সকাল থেকে এই অবরোধ শুরু করে। অবরোধের কারণে মহাসড়কে আটকা পড়ে হাজার হাজার যানবাহন । দুর্ভোগে পড়েন  ওই মহাসড়ক দিয়ে চলাচলকারীরা।  

শ্রমিক আন্দোলনের জেরে এই অঞ্চলে ৪৫টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।  

গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের কারখানাতে শ্রমিকদের বেতনভাতা না দিয়ে কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে শ্রমিকেরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার থেকে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আজ দুপুর পর্যন্ত ৫৩ ঘণ্টা অবরোধ করে রাখেন।  

গত তিনদিন ধরে মহাসড়ক অবরোধের ফলে চরমভাবে দুর্ভোগের শিকার হন চলাচলকারীরা।                   

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি