ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ১১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ বিক্ষোভরত শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছেন৷ 

সোমবার সকাল সাড়ে দশটার দিকে কয়েকশ’ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন৷ এসময় শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ৷

শ্রমিকরা জানায়, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে কয়েকশত শ্রমিককে বকেয়া বেতন না দিয়ে চাকরিচ্যুত করা হয়। ওই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়েও বেতন না পাওয়ায় আজ সকারে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন তারা। 

এর এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এর আগেও এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

এ ঘটনার পর ঘটনাস্থলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশসহ অন্যান আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ কারণে বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানার মধ্যে শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি