ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ভারতে অনুপ্রবেশকালে ৩ নারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ১৩ নভেম্বর ২০২৪

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশী নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজ্জামান বলেন, বুধবার ভোরে কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে এমন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালানো হয়। এ সময় পানির একটি ডিপ মেশিন ঘর হতে তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আব্দুল হাদী এলাকার মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে সানজিদা আক্তার (১৫) ও তানজিলা আক্তার (১৬)।

তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিলেন।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি