ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

দুই ট্রলারসহ ৬ মাঝিকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ১৩ নভেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে এবার রড সিমেন্ট বোঝাই দুটি ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে।

আজ বুধবার দুপুরে এ অভিযোগ করেন ভূক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি জানান, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে আরকান আর্মির সদস্যরা। 

ট্রলার দুটিতে ছয় জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদেরকে বিষয়টি অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 

কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশনের এক কর্মকর্তা (নাম বলতে রাজী হননি) জানান, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি ঊধ্বর্তন মহলকে জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি