ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রেনের নিচে ঝাপ যুবকের

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৯, ১৪ নভেম্বর ২০২৪

নরসিংদীতে দাম্পত্যকলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক। 

খবর পেয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে ফাড়ি ইনচার্জ মো: শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার  দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে চট্রগ্রাম যাচ্ছিল।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার সাইদুর ঢাকা থেকে শ্বশুরবাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়িতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এরই জের ধরে সে গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্নহত্যা করেন। 

পরে, পুলিশ আজ সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করেতেন। 

৭ বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের ভাই লুৎফুর রহমান বলেন, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্মহত্যা করেছে, তিনি সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে গেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।

রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি