ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ১৪ নভেম্বর ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত আমাদের নিয়ে মিথ্যাচার করছে। এই ব্যাপারে আমাদের গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের সোচ্চার থাকতে হবে। 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশালে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

গণমাধ্যমকর্মীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতের মত কোন মিথ্যা রির্পোট দিবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অন্য এলাকার থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের বাহিনীগুলোকে আরও জনবান্ধব করতে হবে। জনবান্ধবের জন্য আমাদের কি কি চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে পুলিশ বাদী হয়ে অনেক মামলা দিতো। এখন কিন্তু পুলিশ বাদী হয়ে কেস করে না। এখন বাদী হয়ে মামলাগুলো করছেন সাধারণ মানুষ।”

সড়ক পথে আজ দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে দুপুরে পুলিশ লাইন্সে গেলে সেখানে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়। 

এরপর বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 

বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম, বাংলাদেশের বর্ডার গার্ডের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। 

এরপর বিকালে কৃষি বিষয় নিয়ে বরিশাল কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি