ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওভারপাসে মিললো মাছ ব্যবসায়ীর মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো: ইমেন আলী নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে ফতুল্লার ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, সকালে লিংক রোডে ওভারপাসের উপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

তার মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জি ভাঙ্গা ছিল। রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

এর আগে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রযুক্রির সহায়তায় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই)। নিহত ইমেন আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। পেশায় মাছ ব্যবসায়ী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি