ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ১৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছে।

শনিবার দিবাগত রাতে বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মো. তানজিল, রাব্বি, শামসুল হক ও রোজিনা হক। এরমধ্যে শামসুল ও রোজিনা হক স্বামী-স্ত্রী। রাব্বি ও তানজিল পেশায় মিস্ত্রি।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের এসি সুবীর কুমার সাহা। তিনি জানান, গেল রাতে গাজীপুরের বাগবাড়ি এলাকায় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে শামসুল হক ও রোজিনা হক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি