ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মধ্যরাতে শেখ হাসিনার সমর্থনে আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১৮ নভেম্বর ২০২৪

মধ্যরাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মিরা। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

মিছিলটি প্রবর্তক মোড় থেকে বদনা শাহ মাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৪ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

জানা গেছে, রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ১৫/২০ জন যুবক জড়ো হয়ে মিমি সুপার মার্কেটের সামনে থেকে হঠাৎ মিছিল শুরু করে। এসময় তারা ‘আমরা কারা, শেখ হাসিনা’, ‘তোমরা কারা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে লড়াই’, ‘শেখ হাসিনা লড়বে’ এমন শ্লোগান  দিয়ে প্রবর্তক মোড় হয়ে বদনা শাহ মাজারের দিকে চলে যান।

এদিকে ওই মিছিলের পর পুলিশ অভিযান চালিয়ে ভোরে একজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এর আগে, গত ১৮ অক্টোবর দিবাগত রাতে নগরীর জামালখান এলাকায় শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বেরা হয়। ওই ঘটনায় গ্রেফতার করা হয় চারজনকে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি