ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল শোভাযাত্রা করায় বিএনপি নেতা বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭, ১৯ নভেম্বর ২০২৪

নোয়াখালীর সূবর্ণচরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় উপজেলা বিএনপির সদস্য জামালউদ্দিন গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘দলীয় নির্দেশনা উপেক্ষা করে আপনি মোটরসাইকেল বহর নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন। যা দলের শৃঙ্খলার প্রতি চরম অবমাননা। সুতরাং শৃঙ্খলা অবমাননার দায়ে আপনাকে সূবর্ণচর উপজেলা বিএনপির সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

চিঠির কপি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও মীর হেলাল উদ্দিন এবং নোয়াখালী জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকে  অনুলিপি দেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জামালউদ্দিন গাজী বলেন, ‘আমি বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের কর্মী। তার হাতকে দুর্বল করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু বহর নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা নয়, তার বিরুদ্ধে ৫ আগস্টের পর হামলা চালিয়ে মাছের ঘের-ঘাট দখলসহ চাঁদাবাজিরও অসংখ্য অভিযোগ রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি