ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইবির বাস চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ১৯ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি দোতালা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম হাউসিং এ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল নিয়ে পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। 

এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনানাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান।

পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জানান, বাসটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি