ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৬, ২১ নভেম্বর ২০২৪

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

বুধবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসান ভূঁইয়া।

ফেরত আসাদের মধ্যে বিভিন্ন বয়সের ১১ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছেন।
যাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। 

মানবাধিকার সংগঠন 'জাস্টিস এন্ড কেয়ার'র যশোরের প্রগ্রাম অফিসার মোহিত কুমার জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা এদেরকে সীমান্তের বিভিন্ন অবৈধপথে ভারতে পাচার করে। ভারতে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ ও পুনেতে পুলিশের হাতে তারা আটক হয়। 

পরে আটকদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। সাজার মেয়াদ শেষে ওই দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদেরকে নিজ হেফাজতে নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে দু'দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে 'ট্রাভেল পাশের' মাধ্যমে তারা দেশে ফেরেন।

ওসি ইমতিয়াজ আহসান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের প্রগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসাদেরকে তাদের স্বজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য থানা থেকে রাইটস যশোর ৯ জন, জাষ্টিস এন্ড কেয়ার ৯ জন, বিএম ডব্লিউ ৫ জন ও মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি