ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শাহজাহান ওমরকে জেলহাজতে প্রেরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২১ নভেম্বর ২০২৪

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাঁঠালিয়া বিএনপি অফিস ভাঙচুর মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে আটক করে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ।

পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এরপূর্বে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা শাহজাহান ওমরের গাড়ির বহরে হামলা হালিয়ে ভাংচুর করলে চালক আহত হয়েছে। এ ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় আসেন। 

রাজাপুর থানা পুলিশ শাহজাহান ওমরকে পুলিশ হেফাজতে রাখে। পরে তাকে কাঁঠালিয়া উপজেলায় বিএনপি অফিসে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। 

কাঁঠালিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পুলিশ শাহজাহান ওমরকে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এদিকে, শাহজাহান ওমরকে আদালতে আনলে সেখানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি