ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দাপ্তরিক কাজের ফাঁকে ইউএনও’র শিক্ষকতা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ২১ নভেম্বর ২০২৪

রাজবাড়ী সদর উপজেলার শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী ও অনুপ্রাণিত করতে ‘Know Your Potential’ নামক সেশন পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল আলম। দাপ্তরিক কাজের ফাঁকে এই ইউএনও নেমে পড়েন উপজেলার বিভিন্ন এলাকায়। 

ওই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় নিচ্ছেন ক্লাস তিনি। এতে উজ্জীবিত হচ্ছেন ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী, পড়াশোনায় মনোযোগী ও অনুপ্রাণিত করতে এ ক্লাস সেশন নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শিক্ষার্থীদের নিজেদের সবল দিক এবং দুর্বলদিক যেন তারা সনাক্ত করতে পারে এবং নিজেকে যেন রাজবাড়ী জেলা, দেশ তথা সারা বিশ্বের সম্পদ হিসেবে তৈরি করতে পারে এ লক্ষেই তাদের অনুপ্রেরণা দেওয়ার হয় ক্লাসগুলোতে। 

এছাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে তারা বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং রোধসহ যেকোন প্রয়োজনীয় বিষয়ে দাপ্তরিক মোবাইল নম্বর তাদের কাছে পৌঁছে দেন যোগাযেগের জন্য। ভালো কাজের সাথে যেন তারা অংশীদার হতে পারে এটুকুই তার চাওয়া বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 
পরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন ও ক্লাস কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের স্কুল ব্যাগ ও ফুটবল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান সোহান, বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আরা বেগমসহ অন্যান্য শিক্ষকরা প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল আলম বলেন, সদর উপজেলায় শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত করতে এবং শিক্ষার্থীদের ক্লাসমুখি করতে তিনি নানা রকম কার্যক্রম হাতে নিয়েছেন। একই সাথে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, ল্যাংগুয়েজ ক্লাব, আনন্দ ক্লাবের কার্যক্রম বেগবান করতে হটসঅ্যাপ গ্রুপ করেছেন। 

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ওইসব কার্যক্রম ওই গ্রুপে স্ব স্ব প্রতিষ্ঠান আপলোড দিচ্ছে। ফলে ইনেক্টিভ প্রতিষ্ঠানগুলোও বাধ্য হচ্ছে তাদের কার্যক্রম সচল করতে। তার আশা, দ্রুত সময়ের মধ্যেই শিক্ষা ক্ষেত্রে সদর উপজেলা একটি মডেল উপজেলায় রূপান্তর হবেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি