ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও সিন্ডিকেটের ঠাঁই নাই: হাসনাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২৩ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাজারে যারা চাঁদাবাজি করতে আসবে, তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। খবর দিলে পুলিশ এসে নিয়ে যাবে। নতুন বাংলাদেশে চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটের ঠাঁই হবে না বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট কাঁচা বাজার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি বিভিন্ন নিত্যপণ্যের দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়েছে। প্রত্যেকটা পণ্য পরিবহনে চাঁদা নিয়েছে। বাজারে লাগামহীন চাঁদাবাজি করেছে। দেশের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। আমরা এখন একটি নতুন বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করেছি। নতুন বাংলাদেশে জনগণের সম্পদ পাচারকারী, কালোবাজারি, চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটের ঠাঁই হবে না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা নিজেরা সিন্ডিকেট গড়বেন না, কোনো সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তার হাতে ন্যায্যমূল্যে তুলে দিতে চেষ্টা করুন। অতিরিক্ত মুনাফা করা থেকেও বিরত থাকুন। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার উপজেলার নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় তিনি গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবদুর রাজ্জাক রুবেলের বাড়িতে যান এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি