ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পিকনিক বাস বিদ্যুতায়িত, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৭, ২৪ নভেম্বর ২০২৪

গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজী (আইইউটি)র পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার  মোঃ আকমল হোসেন।

গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজী (আইইউটি)র পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এরপর শনিবার দিবাগত রাতে ওই ঘটনায় সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

তারা হলেন- ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মোঃ তানভীর , জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। 

এ ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের উদয়খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন সাকিব, মাহিন এবং মোজাম্মেল। তারা প্রত্যেকেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি