ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৮, ২৫ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন মহিপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সোহাগ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে প্রেমিকার বাসায় গেলে স্থানীয় জনতা ওই যুবককে আটক করেন। 

গ্রেপ্তারকৃত সোহাগ মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের বাসিন্দা আবু সালেহর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার বাবুল আকনের মেয়ে সুমাইয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোহাগের। বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই প্রেমিকা। 

পরে প্রেমিকা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে লতাচাপলীর আজিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি