ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩, ২৬ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম মাওলা (মানিক) নামের এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার দুপুরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় আজও মানিক বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল নয়াকাটা এলাকায় যাচ্ছিলেন। পথে সদর উপজেলার করমজা তলা ষ্টেশনে পৌঁছালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অতিক্রমকালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে গুরুত্বর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি