ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ৪ ডিসেম্বর ২০২৪

ভারত থেকে পাচার করে এনে শরীরের সাথে বেঁধে অভিনব কৌশলে দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ইমাদুল ইসলাম (৩৫) নামে এক মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

বুধবার সকালের দিকে বেনাপোল প্রাইমারি স্কুল এলাকা থেকে ওই গাঁজা কারবারীকে আটক করা হয়। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ইমাদুল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকার মানকিয়া গ্রামের তাহাজ্জুত ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল প্রাইমারি স্কুল এলাকা দিয়ে একজন মাদক কারবারী গাঁজার চালান নিয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। 

পরে তার শরীরে অভিনব কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি