ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুব মহিলা লীগের নেত্রী যুথী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলা পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান। তিনি বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি