ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তেতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৫৯, ৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

উত্তরের হিমালয় কন্যাখ্যাত জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। দিনে উত্তাপহীন ঝলমলে রোদের দেখা মিললেও সন্ধ্যা হতেই শ্বেতশুভ্র কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা জেলা। ঘনকুয়াশা থাকায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ভারপ্রাপ্ত কর্কতা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ছয়টায় এ জেলায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সকাল আটটা পর্যন্ত ঘনকুয়াশা থাকায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। মোটা গরম কাপড় ব্যবহার করতে শুরু করেছেন স্থানীয়রা।

এদিকে, পঞ্চগড়ের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। 

পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আবু সায়েম জানিয়েছেন, গত কয়েকদিনে হাসপাতালের বর্হিবিভাগে শিশু ও বয়ঃবৃদধ লোকজন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বেশি এসেছেন। তাদের বাসি পচা ও ঠাণ্ডা জাতীয় খাবার পরিহার করে টাটকা খাবার খাবার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক। 

এদিকে, উত্তরবঙ্গের যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। সূর্যের দেখা মিলতে না মিলতেই কুয়াশায় ঢাকা পড়ছে ভোরের শুভ্রতা। শীতের আমেজ দরজায় কড়া নাড়তে শুরু করায় রাস্তাঘাটে যারাই বের হচ্ছেন গরম পোশাক পড়ে শরীরে জড়িয়ে। 

বিশেষ করে যমুনা নদীর পাড়ের কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও এনায়েতপুর থানার মানুষের শীতের প্রকোপটা কিছুটা বেশি। শিশুরাও এখন স্কুলে যাচ্ছে শীত নিবারণের পোশাক পরেই। এ অবস্থায় এ মৌসুমের ঐতিহ্যের খাবার গরম গরম ভাবা পিঠার দোকানে ভিড় করছে অনেকেই।
 সবমিলিয়ে শীত যে আমাদের মাঝে নববার্তা দিচ্ছে তারই প্রমাণ বহন করছে জেলা জুড়ে।

মৌলভীবাজারে ক্রমশ বাড়ছে শীত। বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.০৫ ডিগ্রি সেলসিয়ার্স।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.০৭ ডিগ্রিসেলসিয়ার্স ও সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ১৩.০৫ ডিগ্রি সেলসিয়ার্স।

সকাল থেকে ঘনকুয়াশায় আবৃত্ত ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমতে থাকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি