ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত
প্রকাশিত : ১৩:৪১, ৫ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৪২, ৫ ডিসেম্বর ২০২৪
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে ও একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায় আব্দুল খলেকের বাড়ি। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জেলার পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে হারুন মারা যান।
অন্যদিকে, আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রলিটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
এএইচ
আরও পড়ুন