ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে পরোয়ানাভুক্ত ১৪ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চলমান বিশেষ অভিযানে যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করেছে। 

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন ফৌজদারী অপরাধের সাথে জড়িত এসব আসামিরা আদালতের রায় উপেক্ষা করে পালিয়ে বেড়াচ্ছিলেন। নির্দিষ্ট দিনে আদালতে হাজির না হওয়ায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অভিযান চালিয়ে পালিয়ে থাকা ১৪ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪), একই গ্রামের ইউনুস আলীর ছেলে মশিয়ার রহমান (৩৫), সাদিপুর গ্রামের পাঞ্জাব আলী মোড়লের ছেলে মুক্তার আলী মোড়ল (৩৭), ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের আলতাব গাজীর ছেলে আল আমিন (২২), একই গ্রামের মৃত ইউসুফ হালদারের ছেলে কামাল হোসেন (২৮), মৃত আলতাপ হোসেনের ছেলে আল আমিন (২৯), মুনছুর আলীর ছেলে সাইদ আলী (৩২), হাবিবুর রহমানের ছেলে আল আমিন (২৭), সাদিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে কলিম (৩০),  গাজীপুর গ্রামের ইলিয়াস খাঁর ছেলে এরশাদ আলী (৩৪), কাগজপুকুর গ্রামের মোলাম হোসেনের ছেলে ইমরান হোসেন রনি (২৬), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান (৩২), কাগমারী রেললাইন এলাকার মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা (২১) ও নারায়নপুর বিশ্বাসপাড়া গ্রামের মৃত শাহিন সরদারের ছেলে সেলিম সরদার (৩০)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ ও মাদক পাচার নির্মূলে বেনাপোল পোর্ট থানা পুলিশ সর্বদা টহল জোরদার রেখেছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে পুলিশ প্রহরায় মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি