ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালকিনিতে কবরস্থান হতে ২০টি হাত বোমা উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৩, ৭ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে এবার একটি কবরস্থান হতে ২০টি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২নং ওয়ার্ডের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালকিনির পাতাবালি গ্রামের মৃত সামছুল হক বেপারীর বাড়ির পারিবারিক কবরস্থানে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় জঙ্গলের ভেতরে সামছুল হক বেপারির কবরের উপর হতে দুটি বালতিতে থাকা ২০টি হাতবোমা উদ্ধার করে তারা। 

তবে কে বা কারা ওই বোমাগুলো ওখানে রেখেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, কালকিনির পাতাবালি এলাকার একটি কবরস্থান হতে ২০টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো কে বা কারা, কি উদ্দেশ্যে রেখেছে সে বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডে বেশ কিছুদিন যাবৎ বোমাবাজি চলছিল। কয়েকদিন আগে ওই ওয়ার্ডের দক্ষিণ ঠেংগামারা এলাকার একটি পরিত্যক্ত ঘর হতে ১২টি হাতবোমা উদ্ধার করেছিল পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি