ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মসজিদের অর্থ চুরি, ক্যাশিয়ার আ’লীগ নেতাকে জুতাপেটা

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ৭ ডিসেম্বর ২০২৪

‘আল্লাহর ঘর’ মসজিদের ৪ লাখ ৫০ হাজার টাকা চুরির দায়ে মসজিদের ক্যাশিয়ার আ’লীগ নেতা দুলাল সরদারকে বহিষ্কার করেছে স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে তাকে জুতা পেটা করে মসজিদ থেকে বের করে দেন এলাকাবাসী।

জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে ২০২১ সালে স্বস্তিপুর দক্ষিণপাড়ায় প্রতিষ্ঠিত হয় মসজিদটি। উক্ত মসজিদ কমিটির ক্যাশিয়ার ছিলেন উক্ত এলাকার ইশা সরদারের ছেলে দুলাল সরদার। ফ্যাসিবাদী সরকারের সময় তিনি ছিলেন উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেই সুবাদে ওই মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পান বহুল আলোচিত ব্যক্তি দুলাল সরদার। 

দায়িত্ব পাওয়ার পর থেকে আল্লাহর ঘর মসজিদের অর্থ আত্মসাৎ করতে থাকে। গত ৫ আগষ্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা তার কাছে আয়-ব্যয়ের খাতার হিসাব নিতে বসলে তিনি ৪ লাখ ৫০ হাজার টাকার হিসাব দিতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে তাকে এলাকাবাসী জুতা পেটা করে মসজিদ থেকে বের করে দেন। 

সেই সাথে নতুন করে কমিটি তৈরি করেন এলাকাবাসী।

উক্ত এলাকার বাসিন্দা মুন্সী সেলিম, ইয়ামিন, রাজু সহ একাধিক ব্যক্তি বলেন, ১৬ বছর স্বৈরাচারী সরকারের দোষরদের কারণে আমরা মুখ খুলতে পারি নাই কিন্ত এখন আর সেইদিন নেই, দিন বদল হয়েছে। আমরা চোর দুলাল সরদারসহ তার কমিটি বাতিল করে নতুন কমিটি তৈরি করেছি।

তারা আরও বলেন, সে শুধু উক্ত অর্থই গ্রাস করে ক্ষ্যন্ত হন নাই খাতা কলমের হিসাবের বাইরেও অলিখিত বিভিন্ন দান খয়রাতের হিসাবেও তার কাছে বর্তমান মসজিদ কমিটি অনেক অর্থ পাবে। চুরিকৃত অর্থের বিনিময়ে মসজিদের পাশে থাকা জমি মসজিদের নামে লিখে দিবেন বলে অঙ্গীকার করেছেন দুলাল সরদার। 

এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি