ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিএনপি নেতা দুলুর মঞ্চে পলকের শ্যালিকা, সমালোচনার ঝড়

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৪৪, ৭ ডিসেম্বর ২০২৪

নাটোরের সিংড়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনসভা মঞ্চে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডাঃ ফারজানা রহমান দৃষ্টির উপস্থিত নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। 

শুক্রবার বিকালে সিংড়া উপজেলা কোর্ট মাঠের এ জনসভার মঞ্চে ডাঃ দৃষ্টির উপস্থিতির ফটো ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সম্পর্কে জুনাইদ আহমেদ পলকের চাচা শ্বশুর। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শুক্রবার বিকালে কোর্ট মাঠের জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সভায় দলের কেন্দ্রিয় নির্বার্হী সদস্য সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুন, ফরহাদ আলী দেওয়ান শাহিনসহ বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতা মঞ্চে উপস্থিত ছিলেন। 

এসব নেতাদের মধ্যে রহিম নেওয়াজ ও শেখ এমদাদুল হক আল মামুনের ঠিক পেছনেই বসে ছিলেন পলকের শ্যালিকা ডাঃ ফারজানা রহমান দৃষ্টি। এ সময় ওঠানো ভিডিও চিত্র এবং  ছবি ফেসবুকে ছড়িয়ে দেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা। 

পরে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। 

সিংড়া পৌর বিএনপির সদস্যসচিব তায়েজুল ইসলাম বলেন, অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলাম। পিছনে তাকিয়ে ফারজানা রহমান দৃষ্টিকে দেখতে পাই। তাৎখনিক মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত। এমন একজন নারীকে বিএনপির একটি জনসভার মঞ্চে বসতে দেওয়ার ঘটনা সত্যিই লজ্জাজনক।

এ বিষয়ে ফারজানা রহমান বলেন, তিনি পেশায় একজন চিকিৎসক। বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি বিএনপির জনসভার মঞ্চে বসেছিলেন। এতে রাজনৈতিক কোনো অভিপ্রায় ছিল না। তার কোনো দলের রাজনৈতিক পদ-পদবি ছিল না বলে তিনি দাবি করেন।

জনসভার সভাপতি আনোয়ারুল ইসলাম আনু বলেন, তিনি সভার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন। মঞ্চে অনেকেই বসেছিলেন। এর মধ্যে ফারজানা রহমান যে বসেছিলেন, তা তিনি খেয়াল করেননি। যখনি যানতে পেরেছেন তখনি সভাস্থল থেকে চলে যেতে বলা হয়েছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তিনি পলকের শ্যালিকা ফারজানা রহমানসহ সিংড়ার অনেককে চেনেননা। তাই তাঁর মঞ্চে আসন গ্রহণের বিষয়টি দৃষ্টি গোচর হয়নি। পরে দলের নেতাকর্মীদের মাধ্যমে জেনেছেন। তবে সভা চলাকালে ঘটনাটি জানার পর তাকে মঞ্চ থেকে অনেককে নামিয়ে দেয়া হয়েছে।

এ ঘটনায় সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দশার্নোর নোটিশ দিয়ে আজ শনিবার ৪৮ ঘন্টার মধ্যে জেলা বিএনপি কার্যালয়ে স্শরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি