ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পারিবারিক কলহের জেরে বাবার হাতে কলেজপড়ুয়া মেয়ে খুন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৪, ৮ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এক কলেজপড়ুয়া মেযে খুন হওয়ার ঘটনা ঘটেছে। 

আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল আটটার সময় উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটে। 

নিহত ওই কলেজছাত্রী আইরিন আক্তার মুক্তি (১৭) গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের মধ্যে তাদের কলেজপড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তি (১৭)কে নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। 

এতে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। 

নিহত ওই কলেজছাত্রী শিবচরের বহরমগঞ্জ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আইরিন আক্তার মুক্তি হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন। তিনি জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ বেড হাসপাতালে প্রেরণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি