ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেবীদ্বারে বিলে মিললো ২ যুবকের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিলের মধ্যে থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.শাহীন।

নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) অন্যজন হলেন খাগড়াছড়ি জেলার রামঘর উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)। 

নিহত দুজনেই ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামত কাজ করতেন। 

খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, এটা কি হত্যাকান্ড নাকি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি