পাচারের সময় পৌনে দুই কেজি স্বর্ণসহ যুবক আটক
প্রকাশিত : ১২:৩৪, ৯ ডিসেম্বর ২০২৪
চুয়াডাঙ্গার দর্শনায় ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দুপুরের দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ডুগডুগি পশুহাটের কাছে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক স্বর্ণপাচারকারী রুহুল আমীন (২১) দর্শনা আজমপুরের রফিকুল ইসলামের ছেলে।
৬ বিজিবির অধিনায়ক জানান, মোটরসাইকেলে ৩ জন স্বর্ণ পাচারকারী দামুড়হুদা শহর থেকে গোবিন্দপুর সড়ক হয়ে সীমান্তের দিকে যাবে। এ খবর পেয়ে অভিযান চালিয়ে ডুগডুগি পশু হাটের কাছে তাদের থামাতে গেলে এ সময় দু'জন পালিয়ে যায়। মোটরসাইকেলসহ একজনকে আটক করতে সক্ষম হয় ব্যাটালিয়নের একটি স্পেশাল টিম।
পরে তার দেয়া স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মিটার বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৭৮ গ্রাম। এর দাম প্রায় দেড় কোটি টাকা।
আটক পাচারকারীকে দর্শনা থানায় সোর্পদ করে মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
এএইচ
আরও পড়ুন