ঘনকুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশিত : ০৮:৫০, ১০ ডিসেম্বর ২০২৪
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সোয়া ৬টা দিকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী ট্রাকের জট লেগেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন জানান, কুয়াশার কারণে সকাল সোয়া ৬টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এ নৌরুটে বর্তমানে ১১টি ফেরি রয়েছে।
এএইচ
আরও পড়ুন