বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা, তীব্র ঠাণ্ডায় জবুথবু মানুষ
প্রকাশিত : ০৯:১৪, ১০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ০৯:৪৯, ১০ ডিসেম্বর ২০২৪
উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের তীব্রতা। বাড়ছে হিমেল হাওয়া, সেই সঙ্গে ঝড়ছে বৃষ্টির মতো কুয়াশা। তীব্র ঠাণ্ডায় জুবুথুবু অবস্থায় উত্তরের মানুষ।
নীলফামারীতে আজ মঙ্গলবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঘনকুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যন্ত জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১৩ দশমিক দুই ডিগ্রি। বইছে ঠান্ডা বাতাস; এতে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সকাল ছয়টায় সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশা থাকায় ভারী যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তীব্র ঠান্ডায় দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের লোকজনের সাথে হতদরিদ্র ও ছিন্নমূল লোকজন। কাজে বের হতে না পেরে অনেক পরিবারে দেখা দিয়েছে অর্থ সংকট।
দিনাজপুরের গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পথ-ঘাট। সাথে হিমেল বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে তুলেছে।
গত দুই দিনের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশা ও শীতে দুর্ভোগ বেড়েছে নওগাঁয়। রাজশাহীতেও ঘনকুয়াশায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।
শীতের তীব্রতা বাড়ছে মৌলভাবাজারেও। সকাল পর্যন্ত ঘনকুয়াশায় আবৃত্ত থাকে মৌলভীবাজার জেলা। এতে ভোগান্তিতে পড়ছেন চা শ্রমিকসহ নিম্নআয়ের মানুষ।
এএইচ
আরও পড়ুন