ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো জয়পুরহাটের জেলা ইজতেমা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৭:১৩, ১৪ ডিসেম্বর ২০২৪

বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জয়পুরহাটে তিনদিনের তাবলীগ জামাতের জেলা ইজতেমা। শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মোনাজাত শুরু হয়ে প্রায় আধাঘণ্টা ধরে চলে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মনির বিন ইউসুফ।

এর আগে ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। মাঝে খাবার বিরতি শেষে হেদায়াতি বয়ান শুরু হয়। পরে ঠিক দুপুর সাড়ে ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে আখেরি মোনাজাত।

জয়পুরহাটের কালাই পৌর এলাকার লিটন তালুকদার বলেন, ইজতেমায় আখেরি মোনাজাত অংশ নিয়েছি। এবারও অনেক মানুষের সঙ্গে মোনাজাত করলাম। আল্লাহর কাছে নিজের, পরিবার ও দেশের জন্য দোয়া করেছি।

নওগার বদলগাছী উপজেলার পাহাড়পুর বাজারের রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মাঠে এবাদত বন্দেগী করেছি আজ আখেরি মোনাজাতে অংশ নিয়েছি। 

ইজতেমা কমিটির আমির (জিম্মাদার) মো. হাফিজ ইমাম জানান, জেলার পাঁচ উপজেলাসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলা, নওগাঁর বদলগাছী ও ধামুইরহাট উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ইজতেমা প্রাঙ্গণে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তৎপর ছিল পুলিশ। চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। এছাড়া, সার্বক্ষণিক টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থাও ছিলো বলেও জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি