ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামের ১০ স্পটে ৩০ টাকায় আলু, ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামে আজ থেকে কৃষি বিপনন অধিদপ্তরের উদ্যোগে খোলা বাজারে সবজি, পেঁয়াজ, ডিমসহ আরও কয়েকটি পণ্য সুলভমূল্যে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের ১০টি স্পটে এই কার্যক্রম চলছে।

রোববার সকাল থেকে বিভিন্ন স্পটে ন্যায্যমূল্যে পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এসব সামগ্রী নিয়ে চট্টগ্রামের কৃষি বিপণন দপ্তরে আনা হয়। ভোরে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিদিন এসব ট্রাক থেকে ২৫০টি পরিবার ন্যায্যমূলে এসব পণ্য কিনতে পারবে। 

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তারা। 

এ জন্য প্রতিটি প্যাকেজের দাম নির্ধারণ করা হয়েছে ৩২৫ টাকা। প্রতিটি প্যাকেজে একজন ক্রেতা ১১০ টাকা দিয়ে ১ ডজন ডিম, প্রতি কেজি ৩০ টাকা দিয়ে ৪ কেজি আলু, ৫০ টাকা দিয়ে ১ কেজি পেঁয়াজ, ১৫ টাকা দিয়ে ১ কেজি পেঁপে বা ২ কেজি লাউ, ২০ টাকা দিয়ে ১ কেজি শিম বা অন্যান্য সবজি কিনতে পারবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি