ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফুলের রাজ্য গদখালী ঘুরে গেলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ১৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলের রাজ্যে ঘুরে গেলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

রোববার বিকালে চলতি পথে গদখালীর বাজার থেকে ফুল কিনে অভিভূত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও যশোরের মেয়ে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা।

সাতক্ষীরা থেকে ফেরার পথে তিনি গদখালীতে কিছু সময়ের জন্য দাঁড়ান। এ সময় তিনি রাস্তার ধারে দাঁড়ানো চাষিদের কাছ থেকে গোলাপ ও জারবেরা ফুল কেনেন। 

নিগার সুলতানা জ্যোতি জানান, বন্ধুর এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ক্ষণিকের জন্য সময় কাটান গদখালীতে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘আমাদের আসলে বাগানে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু যাওয়া হয়নি। এখান থেকে তাজা ফুল কিনে খুব ভালো লাগছে।’ 

তিনি আরও বলেন, ফ্লাইটের সময় হয়ে গেছে তা না হলে আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করতাম এখানে। 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা বলেন, ‘আমি যেহেতু স্থানীয় তাই আমার কাছে এখানকার ফুল সবসময় ভালো লাগে। আমি বাড়ি এলে মন রিফ্রেস করতে এখানে ঘুরতে আসি।’ 

অধিনায়ক পরে যশোর বিমানবন্দরে ফ্লাইট ধরে ঢাকায় চলে যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি