ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী খুন, নেপথ্যে যে কারণ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০, ১৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. জসিম নামে এক যুবক। নিহত জসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আনন্দবাজারের সিটি কর্পোরেশন ময়লার ডিপো সংলগ্ন টিসি কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত জসিম উদ্দিন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য বলে স্থানীরা জানিয়েছেন। এছাড়াও জসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন।

নিহত জসিম উদ্দিন আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়। তার বাবা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী।

পুলিশ জানিয়েছে, আনন্দবাজারের সিটি কর্পোরেশন ময়লার ডিপো সংলগ্ন টিসি কলোনি এলাকায় দুর্বত্তরা ওই যুবককে ছুরিকাঘাত করে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ময়লার ভাগাড় থেকে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার তুলে বিক্রির বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকান্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়লার ভাগাড়ে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করতেন জসিম। পরে তিনি সেগুলো বিক্রি করতেন। এই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, জসিম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ গণমাধ্যমকে বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় একজন কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াধীন আছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি