ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আত্মগোপনে থাকা সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:২১, ১৯ ডিসেম্বর ২০২৪

বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ অধিনায়ক মো. আলিমুজ্জামান। তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এ সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে সপরিবারে গা-ঢাকা দেন তিনি। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের পর রিপুকে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে রিপুকে বগুড়ায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি