ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাট খুলে বগি বিচ্ছিন্ন, ফেলে রেখেই চলে গেল ট্রেন

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৮, ১৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নাটোরে নাট খুলে বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। সেই বগি ফেলে চলে যায় ট্রেনের ইঞ্জিন। পরে চালক বুঝতে পেরে পেছন দিকে ফিরিয়ে এসে পুনরায় সংযুক্ত করে ট্রেনটি ছেড়ে যায়। 

মাধনগর স্টেশনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। 

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, আজ দুপুর বারোটার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ২টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে ২টি বগি ছাড়া পড়ে গেছে। 

এরপর তিনি ট্রেনটিকে আবারও পিছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘন্টা পর আবারো যাত্রা শুরু করেন। এই ঘটনায় কোন হতাহত বা অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি এবং কোন ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি