ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টঙ্গীতে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে, বিকল্প পথে চলাচল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭, ২১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:২০, ২১ ডিসেম্বর ২০২৪

টঙ্গীতে পাথর বোঝাই একটি ট্রাকসহ গাজীপুরমুখী লেনে একটি বেইলী ব্রিজ ভেঙ্গে পড়েছে। এতে ওই লেনে চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

ঢাকা-ময়মনসিংহ মসড়কের টঙ্গীর তুরাগ নদীতে গাজীপুরমুখী লেনে আজ শনিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন।

তিনি জানান, ভোর রাতে একটি পাথরবোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজটি ভেঙে পড়ে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিআরটি ফ্লাইওভার দিয়ে দুপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে যেন কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি