ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শীতের মধ্যেই বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ২১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাগরে নিন্মচাপের কারণে শীতের মধ্যেই বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শনিবার সকাল থেকে বরিশাল নগরসহ জেলা জুড়ে বিভিন্ন স্থানে গুঁড়ি বৃষ্টি হয়েছে। শীতকালের বৃষ্টির কারণে এবং ছুটির দিন হওয়ায় বরিশালের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে। 

হঠাৎ করে বরিশালে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পরে। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষ জনের চলাচল কম। বিশেষ করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. নাছির উদ্দীন রুবেল জানান, সাগরে নিন্মচাপের কারণে এরমধ্য ১ নম্বর সতর্ক সংকেত থাকায় বরিশালসহ বিভাগের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে আজ দুপুর পর্যন্ত ১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ২/১ দিন আকাশ মেঘলা ও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাত কমার পরপরই বরিশাল অঞ্চলে শীতের তীব্রতা বাড়ার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি