ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালাম মুর্শেদির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ২২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

হত্যাহামলা ও মারধরের ৪টি মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মূর্শেদীর জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ব্যরিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে ৪টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়। 
 
এদিকে সালাম মুর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে মুর্শেদীর অনুসারি ও তার বিরোধীপক্ষের পক্ষে বাকবিতণ্ডা হয়। 

গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি