ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০১, ২৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বন্ধ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার ১০টার দিকে এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা  সড়ক অবরোধ করে।

পুলিশ ও শ্রমিকেরা জানায়, গত ১৮ ডিসেম্বর থেকে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে গতকাল বিকালে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। 

ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকরা তা মেনে নেয়নি। পরে আজ সকালে কারখানা দুটি শ্রমিকরা পুনরায় কোনাবাড়ী এলাকায় কারখানার গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। 

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শুরু করে। এসময় শ্রমিকরা বিনাশর্তে কারখানা খুলে দেয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানায়।

সম্প্রতি শিল্প পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০/৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। 

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের কোনাবাড়ি জোনের এসি সুবীর কুমার সাহা জানান, শ্রমিকরা কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শ্রমিকদের বুঝিয়ে সমাধানের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি