ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গোপন বৈঠক থেকে যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৪ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পাবনার ঈশ্বরদীতে গোপন বৈঠকের সময় কোহিনুর বেগম (৩৮) নামের এক যুব মহিলালীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোহিনুর বেগম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অন্যতম আসামি। 

উপজেলার পূর্ব নূর মহল্লা এলাকা থেকে রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ঈশ্বরদী পৌর যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ও পৌর শহরের পূর্ব নূর মহল্লা এলাকার রকিবুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলা যুব মহিলালীগের ৪-৫ জন কোহিনুরের বাড়িতে বোরকা পরে গোপন বৈঠক করছিলেন। এসময় স্থানীয় বিএনপির লোকজন ও প্রতিবেশীরা তাদের আটক করলে তারা হুমকি-ধামকি দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখান।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘গোপন বৈঠকের সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি