ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

শেরপুরের সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। 

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

জানা গেছে, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ের ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এছাড়া দুইজন গুরুতর আহত হয়েছেন। 

তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি