বল তুলতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশিত : ১০:১৭, ৩০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১২:৫০, ৩০ ডিসেম্বর ২০২৪
জামালপুর জেলার সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিক্ষার্থী মারা গেছে। তারা ফুটবল খেলছিল, এ সময় বল নদীতে পড়ে গেলে তা তুলতে গিয়ে পানিতে ডুবে একে একে তিনজনের মৃত্যু হয়।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ছনকান্দা এলাকায় নদের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত শিশুরা হল- জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের রাজা মিয়ার ছেলে মো. রওশন (১৭), এজাজ মিয়ার ছেলে রাহী মিয়া (১৬) ও আহমদুর রহমানের ছেলে মো অসীম আহমদ (১৫)।
সূত্র জানায়, ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. রওশন, রাহী মিয়া দশম শ্রেণির ছাত্র এবং জামালপুর জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. অসীম আহমদ।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, হতাহতরা নদীর তীরে ফুটবল খেলছিল। হঠাৎ বল নদীতে পড়ে যায়। রওশন নদীর পানিতে নেমে বল আনতে গেলে ডুবে যান তিনি। তাকে উদ্ধার করতে রাহী মিয়া ও অসীমও নেমে গভীর পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর তিনটি মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ
আরও পড়ুন