ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার লাশ

কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

প্যারোলে মুক্তি পেলেনি ছাত্র-জনতার আন্দোলনে বিস্ফোরকের ঘটনার গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলের। তাই মৃত বাবাকে শেষ বারের মতো দেখতে লাশ আনা হয় জেল গেটে।

হাজতি রুবেলের পিতা হার্ট অ্যাটাকে অসুস্থ্য হয়ে ঢাকার নিউরো সাইসেন্স হাসপাতালে ২৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ সোমবার বাদআছর নিজ এলাকায় জানাজার নামাজে অংশ গ্রহণে হাজতিকে সাময়িক সময়ের জন্য প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন তার আইনজীবী সুজিত কুমার দে। 

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) (অতিরিক্ত দায়িত্ব) মিজাবে রহমত জানান, জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে জেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনে অবগত করলে জেলা গোয়েন্দা সংস্থার রিপোর্টে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটার সম্ভাবনা উল্লেখ করে জেল গেটে দেখার অনুমতি দেন। 

তাই, সর্বোচ্চ নিরাপত্তায় মৃত বাবাকে শেষ বারের মতো দেখতে লাশ আনা হয় জেল গেটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি